সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের চিঠি

  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানেক।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী, আমি আপনাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে মানবিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, আমি জানি, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। ২০১৯ সালে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে কারা শর্ত মেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারিতে তাকে জেল হাসপাতাল থেকে ছয় মাসের জন্য মুক্তি দিয়ে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। শর্ত মেনে চলায় নির্বাহী আদেশে এই সময় বাড়ানো হয়েছে।

স্টেফানেক বলেন, ‘২০১৯ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে বাংলাদেশি কর্তৃপক্ষকে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় বিশেষ চিকিৎসা ব্যবস্থার আহ্বান জানানো হয়।

চিঠির শেষে তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়া জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

সম্পর্কিত পোস্ট