সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • দেশকাল ২৪ ডটকম

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে পঁচাত্তরের ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) সকালে বনানী কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শুক্রবার সকালে পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। সে সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট