সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মোতাহার হোসেনের মা আর নেই

  • গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের হাজী ছোট কলিমের নাতনি প্রয়াত শিক্ষক আইন উদ্দিন খানের সহধর্মিনী এবং সাংবাদিক মোতাহার হোসেনের মা হাজেরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মরহুমা ডায়াবেটিক, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত কয়েক দিন পূর্বে অসুস্থ হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১) রাতে তিনি ইন্তেকাল করেন।

শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

হাজেরা বেগমের চার পুত্র, এক কন্যা ও বহু আত্বীয়স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন।

এসএ টিভির শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন খানের মা এবং দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদের ফুফু।

সম্পর্কিত পোস্ট