সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ

নারায়নণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতীক পেয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ‘নৌকা’ ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার পেয়েছেন ‘হাতি’ প্রতীক।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ্ ‘হাতপাখা’, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ‘হাতঘড়ি’, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন ‘দেয়াল ঘড়ি’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন ‘বটগাছ’ পেয়েছেন। স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান গণমাধ্যমকে জানান, সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ এবং সংরক্ষিত আসনের কাউন্সিল পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৩৪ ও মহিলা ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার চারজন।

সম্পর্কিত পোস্ট