সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কিশলয় সংসদের উদ্যোগে কম্বল বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবী সংগঠন কিশলয় সংসদ এর উদ্যোগে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের আশপাশের এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি ২০২২) কিশলয় সংসদের অন্যতম উদ্যোক্তা শাফিউল আলম লস্কর এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনিসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, খিলগাঁও থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কিশলয় সংসদের উদ্যোক্তা সদস্য শাফিউল আলম লস্কর রাসেল, ইমরান আহমেদ, মাহামুদ, সাইফুল, ফারুক, ফয়সাল, সজীব ও হৃদয় প্রমুখ।

সম্পর্কিত পোস্ট