সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক জামাল উদ্দিনের দায়িত্বের মেয়াদ ২ বছর বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও হাসপাতালের বর্তমান পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে একই প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আজই (১৯ জানুয়ারি ২০২২) তাঁর ৫৯ বছর পূর্ণ হওয়ায় শেষ কার্যদিবস ছিল।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তাঁর অবসর-উত্তর ছুটি এবং আনুসঙ্গিক সুবিধাদি এ নিয়োগের ফলে স্থগিত থাকবে।

সম্পর্কিত পোস্ট