সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আরিফের দুর্দান্ত সেঞ্চুরির পরও হেরে গেল যুবারা

  • ক্রীড়া ডেস্ক

আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির পরও অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।

২৩ রানে দলের ৩ উইকেট পতনের পর পাঁচ নম্বরে নেমে আরিফুল ১০০ রান করেন। বিশশ্বকাপের কোয়ার্টারফাইনাল ভারতের কাছে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে স্থান নির্ধারনী ম্যাচের লড়াইয়ে নামতে হয়েছিলো রাকিবুল হাসানের দলকে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ২৩ রানে বাংলাদেশের ৩ উইকেটর পতন ঘটে। ওপেনার মাহফিজুল ইসলাম ৬, প্রান্তিক নওরোজ নাবিল ১ ও আইচ মোল্লা ৪ রান করে ফিরেন।

চতুর্থ উইকেটে আরেক ওপেনার ইফতেখার হোসেন ও আরিফুল ৫০ রান যোগ করার পর ইফতেখার ব্যক্তিগত ২৫ রান করে আউট হন।

পরের দিকে একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন আরিফুল। ৪৯তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি পূর্ণ করেন আরিফুল। এজন্য ১১৮ বল খেলেছেন তিনি। সেঞ্চুরি পাবার পরের বলেই বিদায় নেন তিনি। ১১৯ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কা মারেন আরিফুল। তার সেঞ্চুরির পরও ৪ বল বাকী থাকতে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

১৭৬ রানের লক্ষ্য স্পর্শ করতে ধীরলয়ে এগিয়েছে পাকিস্তান। দেখেশুনে খেলে, জয় নিশ্চিত করেছে তারা। ৪৬ দশমিক ৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে পাকিস্তান। ওপেনার হাসিবুল্লাহ খান সর্বোচ্চ ৭৯ রান করেন। বাংলাদেশের রাকিবুল ২টি ও নাইমুর রহমান ১টি উইকেট নেন।

আগামী ৩ ফেব্রুয়ারি সপ্তম স্থান প্লে-অফ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পর্কিত পোস্ট