সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে দাম কমছে যেসব পন্যের

  • আন্তর্জাতিক ডেস্ক

২০২২-’২৩ অর্থবছরের বাজেটে বেতনভূক মধ্যবিত্তের করছাড়ের ক্ষেত্রে কোনও নতুন ঘোষণা করলেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ২০২২) ভারতের সংসদে বাজেট পেশ করেন তিনি। সেখানে তিনি বলেন, আয়করের ধাপ (স্ল্যাব) একই থাকছে। খবর আনন্দবাজার অনলাইনের।

ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর বসছে। তা ছাড়া প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারের দিকে নজর দিয়েছে ভারতের কেন্দ্র।

ভারতের সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা, কো-অপারেটিভ সোসাইটির করের হার করা হচ্ছে ১৫ শতাংশ। তেমনি স্টার্ট-আপ ব্যবসার ক্ষেত্রে উদ্যোগপতিরা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এক বছরের ‘ট্যাক্স ইনসেন্টিভ’ পাবেন।

অন্য দিকে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে অর্থমন্ত্রীর ঘোষণা, ভুল সংশোধন করে করদাতারা দু’বছরের মধ্যে রিটার্ন ফাইল করতে পারবেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সম্পত্তির হস্তান্তরের ক্ষেত্রে কর ধার্য হয়েছে এক শতাংশ। জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস-এর ক্ষেত্রে) ১০ থেকে ১৪ শতাংশ করা হচ্ছে করছাড়।’

বাজেটের ঘোষণা অনুযায়ী, ভারতে সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার, জুতো, হিরার গয়না, পোশাক ও চামড়াজাত দ্রব্য।

বাজেট ঘোষণায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০২২-২৩ সালে ভারতে ফাইভ জি মোবাইল পরিষেবা চালু করা হবে।

ভারতে ৮০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী (ভারতের) আবাস যোজনার আওতায় ২০২২-২৩ সালে বাড়ি তৈরি করে দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট