সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে মহা সাড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্টিত

  • নিজস্ব প্রতিবেদক

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহা সাড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্টিত হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) সকালে স্বাস্থ্যবিধি মেনে ইনস্টিটিউটের মিলনায়তনের পূজার্চনা, প্রতিমা স্থাপন, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ধর্ম আলোচনা অনুষ্ঠিত হয়।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মহাপরিচালক (বীজ) প্রদীপ চন্দ্র দে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ যথাক্রমে মাহাবুব হোসেন খান ও মোল্লা মো. গোলাম মোস্তফা, প্রাক্তন ইন্সট্রাক্টর এটিএম হারিসুল ইসলাম, প্রাক্তন ছাত্র যথাক্রমে হাসান মহিবুর রেজা রুবেল, গাজী আহমেদ উল্লাহ ও আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাকটর যথাক্রমে শাহানা আক্তার আলম ও নিগার সুলতানা, ইন্সট্রাকটর মো. মোফাখারুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাকটর যথাক্রমে আরিফুর রহমান, পঙ্কজ কুমার সুত্রদরসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষর্থীরা।

 

সম্পর্কিত পোস্ট