সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে

  • নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হতে সুপারিশ কৃত সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি ২০২২) বিকেল ৫টার পর ওইসব নাম ওয়েবসাইটে পাওয়া যাবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) সুপ্রিম কোর্টের জাজেস কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এ কথা জানান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এখনও যেসব রাজনৈতিক দল নাম দিতে পারেনি তারা আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে নাম সুপারিশ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা যতগুলো নাম পেয়েছি এবং আগামীকাল বিকেল ৫টার মধ্যে যদি আরও নাম আসে, তা যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গণমাধ্যমও সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে।

বৈঠকে উপস্থিত বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা শুরু করে সার্চ কমিটি। বৈঠকে উপস্থিত রয়েছেন- বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির এবং অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

 

সম্পর্কিত পোস্ট