- নিজস্ব প্রতিবেদক
দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দেশের ৬৪ জেলা থেকেই সংবাদ এসেছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
আজ রোববার (১ মে ২০২২) মাগরিবের নামাজের পর বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন এ জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান ।
তিনি জানান, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার ৩০তম রোজা পালিত হবে। পরশু মঙ্গলবার (৩ মে ২০২২) হবে পবিত্র ঈদুল ফিতর।
রোববার (১ মে ২০২২) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।