সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে: মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তবে ষড়যন্ত্র করে নির্বাচন কোন ভাবেই বানচাল করা যাবে না।

শনিবার (১৪ অক্টোবর) মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আজকে গ্রামকে শহরে পরিণত করেছেন। আজকে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। আজকে জিন্স প্যান্ট পড়ে মানুষ খেতে খামারে কাজ করছে। এই হলো শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা উন্নয়নে বাংলাদেশে চ্যাম্পিয়ন। শান্তির দূত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বার বার দরকার শেখ হাসিনার সরকার। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী আরো বলেন, শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি-জামায়াত উঠে পড়ে লাগছে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। তারা ভোটে বিশ্বাস করে না, তারা নির্বাচনে আসতে চায়না। নির্বাচনে না আসলে, ভোটে না জিতলে ক্ষমতায় যাবে কিভাবে। কেননা ক্ষমতায় যাওয়ার একমাত্র সিড়ি হলো ভোট। ভোটের মাধ্যমে যারা বিজয় লাভ করবে তারাই ক্ষমতায় যাবে। এটাই গনতন্ত্র। জোর জবর দস্তি করে ক্ষমতায় যেতে পারবেনা বিএনপি।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত নির্বাচনী পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় আওয়ামী লীগের ছাড় দিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচন পযন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। যে কোন মূল্যে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে নিতে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।

উপজেলার ৯ং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

জহিরাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ গাজী মো. সেলিম রেজা ও জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক গাজী আইয়ূব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান,ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মনির হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী,ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার,উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট সেলিম মিয়া,আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুনসহ আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট