শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনার হাতে বাংলাদেশ আর মায়া চৌধুরী হাতে মতলব নিরাপদ: সুবর্ণা চৌধুরী

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যেমন বাংলাদেশ নিরাপদ, জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাতে তেমনি মতলব নিরাপদ। তার দ্বারাই মতলবের উন্নয়ন হয়। তার কোনো বিকল্প নাই। তিনি আধুনিক মতলবের রূপকার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি মহিলা আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মতলব উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মায়া চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরীর শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

সুবর্ণা চৌধুরী বীণা বলেন, আসছে ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আপনাদের প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন। তিনি ‘৯৬ সালে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন, ২০১৪ সালে সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছেন। তার সময়েই মতলবে উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আবার নৌকা প্রতীক নিয়ে এসেছেন। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করে এই এলাকাকে আরো উন্নয়নের দিকে আমরা নিয়ে যাব।

নতুন ভোটাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বীণা চৌধুরী বলেন, আমার দুই ছেলে, এক মেয়ে। তারা এবার নতুন ভোটার হয়েছে। তারা তাদের প্রথম ভোট একজন মুক্তিযোদ্ধাকে দেবে। শুধু তারাই নয়, সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দেবেন বলেই আমার বিশ্বাস।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নতি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেবেন। আর মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ৭ জানুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকা মার্কায় ভোট দেবেন।

সুবর্ণা চৌধুরী বলেন, কুচক্রী মহল বিভিন্ন লোভ-লালসা দেখাবে। কিন্তু আপনারা তাদের কঠিন হাতে দমন এবং প্রতিহত করবেন। মতলবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ছাড়া আমরা কাউকে চিনি না, জানি না, জানতেও চাই না। তার হাত ধরেই মতলব হবে সিঙ্গাপুর।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ ও মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

বৈঠকে মহিলা লীগ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট