সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের ২ আসনে চলছে ভোট গ্রহণ, জয়ের ব্যাপারে আশাবাদী: মায়া চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জেলার ৭০০টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি দেখা গেছে। তরুণ ভোটারদের পাশাপাশি বয়স্ক ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সকালে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। নিজের ভোট প্রদান শেষে মায়া সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট কেন্দ্র মোহনপুর। অতন্ত্য চমৎকার ভাবে মতলব উত্তর-দক্ষিণের নির্বাচন হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে ‘আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব’ স্লোগানে বলিয়ান হয়ে ভোটাররা তাদের নিজস্ব মতামত ও পছন্দমতো প্রার্থীকে ভোট দিচ্ছেন।

তিনি বলেনর- এই আসনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে জয়-পরাজয় সম্পূর্ণ নির্ভর করে ভোটারদের উপর। উপরে আল্লাহ, আর নীচে ভোটাররা। তারা যদি আমাকে প্রার্থী হিসেবে পছন্দ করে, তবে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে চাঁদপুর-২ আসন থেকে আমাকে নির্বাচিত করবেন। আমার বিশ্বাস, সবার দোয়া নিয়ে আমি জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।

মতলব উত্তর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলার দুইটা পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদ নিয়ে চাঁদপুর-২ আসন। এবারের নির্বাচনে এই আসন থেকে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর-২ আসনে ১৫৫টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৭ হাজার ৩১৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৮ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২৮ হাজার ৬৪৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের দুই জন ভোটার রয়েছেন।

এছাড়া চাঁদপুর জেলায় ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ১২ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৩২জন। জেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ৭০০টি। মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেনে এই ৫টি আসনে।

সম্পর্কিত পোস্ট