সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উত্তরাঞ্চলের ৯ জেলায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলের ৯ জেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবাসহ ওষুধ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার ও বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ৬৬ পদাতিক ডিভিশন এসব শীতবস্ত্র বিতরণ করে।

বুধবার (১০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানান, রংপুর বিভাগের ৮টি জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাটসহ মোট ৯টি জেলায় শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

দুদিনে সর্বমোট ৫ হাজার ২০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৭০০ জন দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

ভবিষ্যতে সেনাবাহিনী এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত পোস্ট