সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্র না যাওয়ায় জনসাধারণের মাঝে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে পোস্তগোলা থেকে আরসিন গেইট, জুরাইন কবরস্থান হয়ে ও গেন্ডারিয়া পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার,৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও স্বপন মুন্সী, সদস্য মো. আব্দুল, সুমন শেখ, জিয়া হাওলাদারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট