বিশেষ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রীপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তাদেরকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া হচ্ছে বৃহস্পতিবার শপথ নিতে।
এ মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। বুধবার মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীপরিষদ বিভাগ জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী পদে নিয়োগদানের জন্য নির্ধারণ করা হলো।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রী পদে যারা থাকছেন–
১) আ. ক. ম, মোজাম্মেল হক ক (গাজীপুর-১)
২) ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
৩) নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
৪) আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
৫) ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
৬) তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
৭)মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
৮) আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
৯) আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
১০) মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
১১) মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
১২) সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
১৩) র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
১৪) মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
১৫) নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)
১৬) আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
১৭) মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
১৮) ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
১৯) মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
২০) মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
২১) সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
২২) জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
২৩) নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
২৪) স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্রেট)
২৫) সামন্ত লাল সেন (টেকনোক্রেট)
নতুন মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী পদে যারা থাকছেন–
১) বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)
২) নসরুল হামিদ (ঢাকা-৩)
৩) জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)
৪) মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
৫) মহিববুর রহমান (পটুয়াখালী-৪)
৬) খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
৭) জাহিদ ফারুক (বরিশাল-৫)
৮) কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
৯) বেগম রুমানা আলী (গাজীপুর-৩)
১০) শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
১১) আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২২ আসন আওয়ামী লীগ জয় পেয়েছে, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসন, স্বতন্ত্র ভাবে জয় পেয়েছে ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। এছাড়া ৩ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দলের জাসদ ১ জন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ জন এবং কল্যাণ পার্টির ১ জন। ভোটগ্রহণ স্থগিত রয়েছে ১ টি আসনের।