সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতোই আনন্দের

নিজস্ব প্রতিবেধক

জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, প্রথম এমপি হলে ভালোই লাগে, প্রথম এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতোই আনন্দের।

বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক পশ্নের জবাবে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম একথা বলেন।

সাংবাদিকরা তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এতো তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলমের সাথে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সম্পর্কিত পোস্ট