সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা

সংসদ প্রতিবেদক

শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটে এমপিদের শপথের আগে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে  শপথগ্রহণ করেন ও শপথ বইয়ে স্বাক্ষর করেন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপিদের শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।

সংবিধান অনুযায়ী, এমপিদের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট