সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে অ্যাডভোকেট যূথী

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায় প্রচণ্ড ঠান্ডা ও তীব্র শীতে অসহায় শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী।

বুধবার (১০ জানুয়ারি) প্রতি বছরের মত এবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী নিজস্ব অর্থায়নে শীতার্ত অসহায় পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লাপাড়া উপজেলা ও পৌরসভার তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষগুলো শীতের দিনে অনেক কষ্ট করতে হয়। তাই তাদের সামান্যতম কষ্টও যদি এই শীতবস্ত্র দিয়ে শীত নিবারণ করতে পারি তবেই আমার স্বার্থকতা।

তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা শ্রদ্ধা সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি আপনাদের দ্বারে। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।’

সম্পর্কিত পোস্ট