সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আড়াই মাস পর বিএনপির প্রধান কার্যালয়ে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদ

আড়াই মাস পর তালা ভেঙে নয়াপল্টনে নিজস্ব কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ে যান। পরে প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

আজ বিকাল ৩ টায় নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এ কর্মসূচি মধ্য দিয়ে আবারও দলের প্রধান কার্যালয় উন্মুক্ত করা হচ্ছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ভণ্ড হয়ে যাওয়ার পর থেকেই প্রধান কার্যালয়সহ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও দেশের অন্যান্য স্থানেও দলীয় কার্যালয় বন্ধ হয়ে যায়। এমনকি ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও বিএনপির কার্যালয় খোলা হয়নি।

সম্প্রতি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নয়াপল্টনের কার্যালয়ের তালা খোলা হলো।

সম্পর্কিত পোস্ট