সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন, চলতি মাসেই তফসিল

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো। এখন দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে জানুয়ারি মাসের শেষের দিকে।

বুধবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ পিস বাংলাকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটা ধাপে হবে। এই (জানুয়ারি) মাসের শেষের দিকে একটা তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে।

তিনি বলেন, মোট চারশ’র অধিক উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ভোটের জন্য প্রস্তুত আছে দুইশ উপজেলা। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে কমিশন সিদ্ধান্ত নেবে কয় ধাপে, প্রথমে কোন কোন উপজেলার নির্বাচন হবে।

এ বিষয়ে যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ২) ফরিদ আহম্মদ খান পিস বাংলাকে বলেন, চলতি বছরে আমাদের বড় আয়োজন হলো উপজেলা পরিষদ নির্বাচন। এ ছাড়া আর কোনো বড় নির্বাচন এ বছর নেই।

কতটি উপজেলায় নির্বাচন হবে তা নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ রাউন্ডে চারশ উপজেলায় নির্বাচন করতে হবে। লোকাল গভর্মেন্ট থেকে আমাদের কাছে তালিকা দিবে। এর বাইরে কিছু ইউনিয়ন পরিষদ ও কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সম্পর্কিত পোস্ট