সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মন্ত্রীসভার প্রথম চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: ওবায়দুল কাদের

বিশেষ প্রতিনিধি

মন্ত্রীসভার প্রথম চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এরপর তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে গণমাধ্যমকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন মন্ত্রীসভায় এবার অনেক চমক রয়েছে। সামনে আরও চমক থাকবে। আগামী পাঁচ বছর কমপক্ষে পাঁচ কোটি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিবছর এক কোটি তরুণদের কর্মস্থলে ব্যবস্থা করা।

ওবায়দুল কাদের বলেন, সুশাসন প্রতিষ্ঠা করা অনেক চ্যালেঞ্জ একটি কাজ। তবে আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। যারা মানবাধিকারের কথা বলে, তারাও সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা সন্দেহ রয়েছে। তাদের গণতন্ত্রিক ব্যবস্থায় ঘাটতি আছ।

তিনি আরও বলেন, আমাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, তা আমি জানিনা। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনেক কাজ এখনও বাকি রয়েছে। ছয়টি এমআরটি লাইনের মাত্র একটি হয়েছে, আরও পাঁচটি বাকি আছে। ঢাকা সিলেট সড়ক বাকি আছে। রংপুর পর্যন্ত ৬ লেনের সড়ক বাকি আছে। ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে বরিশাল পর্যন্ত চার লাইনে সড়ক বাকি রয়েছে।

সম্পর্কিত পোস্ট