সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাওরান বাজার বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাওরান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে ভহাবহ অগুনের ঘটনার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ২টার পরে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এক ক্ষুদে বার্তায় জানায়, রাত ২টা ২৩ মিনিটে এফডিসির সামনে কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনের সংবাদ পায় সংস্থাটি।

প্রথম ইউনিট পৌঁছায় ২ টা ২৮ মিনিটে। ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৩:৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় নাজমা (২৫) ও তার ছেলে শিশু নজরুল ইসলাম (৪) দুইজন দগ্ধ হয়েছে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে, তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট