সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, নিজে কোনোদিন দুর্নীতি করিনি। দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে।
রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী হিসাবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার প্রথম কাজ হচ্ছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর, একেবারে গ্রাস রুট লেভেলে চিকিৎসাসেবাটা পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্য একদিনে পারবো না। আমাকে বসে সবার সঙ্গে কথা বলে, আমার দুই সচিবের সঙ্গে বসে ঠিক করবো কীভাবে কী করা যায়।
গ্রাম-গঞ্জে ডাক্তার থাকে না এ সমস্যার সমাধান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ডাক্তার থাকে না এটা একটা সমস্যা আমি জানি। এর মেইন কারণ কী সেটা খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করবো। আমার শুধু একপক্ষের কথা শুনলে হবে না, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আমাকে ডাক্তারের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেবো।

সম্পর্কিত পোস্ট