সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামকে হারিয়ে জিতলো খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের উড়ন্ত সূচনা। এদিন দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২১ রানেই আটকে রেখেছিল প্রতিপক্ষ চট্টগ্রামকে। ছোট টার্গেট নিয়ে খেলতে নেমে পর পর কিছু উইকেট হারিয়ে খুলনাও অবশ্য বিপদে পড়েছিল। তবে বিপদ কাটিয়ে শীতের রাতে ঘাম ঝরিয়ে জিতলো খুলনা।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২২ রানের লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৩২ রানে খুলনা টাইগার্সের ৩ উইকেট তুলে নেয় তারা। তবে আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয় ও ফাহিম আশরাফের তিনটি কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে খুলনা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে ১২১ রানেই আটকে রাখে খুলনা। রাতে মিরপুরের পিচে নতুন বলে দারুণ বোলিং করেছেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। দলীয় ৯ রানের মাথায় দুই উইকেট হারানো চট্টগ্রাম ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায়। প্রথম তিনটি উইকেটই নিয়েছেন নাহিদুল।

নাহিদুল পরে আরও এক উইকেট পেয়েছেন। পাকিস্তানের ফাহিম আশরাফ ও ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসও দারুণ বোলিং করেছেন। যাতে ৬৪ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে পেসার শহিদুল ইসলাম দারুণ একটা ইনিংস খেললেন বলে শেষ পর্যন্ত ১২১ পর্যন্ত গেছে চট্টগ্রাম। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২১ রান তুলেছে চট্টগ্রাম।

খুলনার হয়ে শেষের উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাস ও ফাহিম। তবে দিনের সেরা বোলার ছিলেন নাহিদুলই। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ৩ উইকেট নিয়েছেন ফাহিম, ২টি থমাস।

এদিকে, বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট স্ট্রাইকার্সের ১৭৭ রান সহজেই টপকে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ সেই চট্টগ্রামই খুলনা টাইগার্সের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল।

সম্পর্কিত পোস্ট