সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মতলবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

বোরো মৌসুমে আবাদ করার জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাজীপুর ও কালীপুর পাম্প হাউজে সেচ কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সেচ পাম্প দুইটি উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তুপাল।

কালীপুর পাম্প হাউজে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমদ চৌধুরী শাহিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মো. শফিকুল ইসলাম।

গাজীপুর-উদ্দমদী পাম্প হাউজে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশন সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী (গাজীপুর পাম্প হাউজ) ওয়াহেদুজ্জামান ভূইয়া, উপ- বিভাগীয় প্রকৌশলী (কালীপুর পাম্প হাউজ) শুভ, উপ-সহকারী প্রকৌশলী জামাল হোসেন।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার বোরো মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ৯ হাজার ৯৮৪ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সম্পর্কিত পোস্ট