মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে: গয়েশ্বর

গত ৭ জানুয়ারি নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হিসাব করে দেখা যায়, আওয়ামী লীগের সচেতন ভোটারাও ভোট কেন্দ্রে যাননি। অর্থাৎ দেশের ৯০ ভাগ জনগণের নেতা এখন তারেক রহমান। পক্ষান্তরে ১০ ভাগ মানুষের নেতা শেখ হাসিনা।’

তিনি বলেন, ৭ জানুয়ারি নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপি’রা শপথ নিয়েছে। এখন দেশে শপথবদ্ধ ৬৪৮ জন এমপি রয়েছে। এটি সংবিধানের লংঘন। বাংলাদেশের ইতিহাসে নেই এতো তাড়াহুড়া করে কেউ শপথ নেয়।

এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট