সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ক্রীড়া মন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে ৯ ফেডারেশন ও ১ টি সংস্থার সঙ্গে মত বিনিময় করবেন এবং পরের দিন বুধবার ফুটবল ও হকি ফেডারেশনের সঙ্গে বসবেন নতুন এই ক্রীড়া মন্ত্রী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ৯ ফেডারেশন ও সংস্থার সঙ্গে বৈঠকটি জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। পরের দিন ফুটবল ও হকি ফেডারেশনের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। ফুটবল ফেডারেশনের সময় সকাল ১১ টায় এবং ১২ টায় হকি ফেডারেশনের সঙ্গে মত বিনিময় করবে। এতে ফেডারেশনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ একজন বাজেট কর্মকর্তা এবং ট্যাকনিক্যাল ব্যক্তিকে সাথে রাখার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

সম্পর্কিত পোস্ট