সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গ্যাটকো মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ ফেব্রুয়ারি

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে হাজিরা দেন আইনজীবী।এছাড়া এদিন খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এরপর শুনানি মুলতবি রাখার জন্য সময়ের সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ প্রদান করেন।

জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

 

সম্পর্কিত পোস্ট