সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাচ্চাদের পড়াশোনায় অতিরিক্ত চাপ দিবেন না: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বাচ্চাদের উপর পড়াশোনার ব্যাপারে অতিরিক্ত চাপ দিবেন না। তাদের রোবট বানাবেন না। তোমাকে জিপিএ ফাইভ, মেডিকেলে চান্স, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে এমন চাপ দিবেন না। এতে করে  শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, বর্তমানে অভিভাবকরা স্কুলের গেটেই তার সন্তানদের জিপিএ ফাইভের জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। বাচ্চাদের পড়াশোনায় গ্রেট পয়েন্ট পাঁচের মধ্যে চার কেন পেয়েছে? এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। কিন্তু বাচ্চার মানসিক স্বাস্থ্য বিকাশে মনোযোগ দিতে হবে।
শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, আমি বাচ্চাদের মধ্যে আগামীর বাংলাদেশ দেখতে পাই। একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে শিশুদের অবস্থা ভালো নয়। দেশে মাত্র ২৭ শতাংশ শিশু শহরে বসবাস করছেন। বাকীদের মধ্যে ব্যাপক অংশ শিক্ষার যথাযথ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে হিড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ টলবার্ট ডোবেসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট