সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আর আহত হয়েছেন একজন।

নিহতদের একজনের নাম সজীব হোসেন (৩৫)। আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যাক্তির নাম দীন মোহাম্মদ।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন।

এতে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান।

তিনি আরও বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।

সম্পর্কিত পোস্ট