সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাতারের সঙ্গে বৈঠক করবেন সিআইএ ও মোসাদ প্রধান

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গাজায় থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি ও লড়াইয়ে বিরতির জন্য সম্ভাব্য দ্বিতীয় সমঝোতা নিয়ে আলোচনা করবেন তারা।

শুক্রবার (২৬ জানুয়ারি)কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ও মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে রোববার ইউরোপে বৈঠক করবেন।

গাজায় হামাস ও অপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি থাকা ইসরাইলিদের মুক্ত করতে সক্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরাইলের মধ্যে নতুন সমঝোতায় দীর্ঘমেয়াদে লড়াইয়ে বিরতি আসতে পারে।

মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলও বৈঠকে যোগ দিতে পারেন।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর সমঝোতার সময়সীমা ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে কত সংখ্যক জিম্মির মুক্তি দেওয়া হবে তা নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে যে মতভিন্নতা রয়েছে তা দূর করার চেষ্টা করছে।

 

সম্পর্কিত পোস্ট