সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে ক্যান্সারের কাছে হারমানলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী।

শনিবার(২৭ জানুয়ারি) বিকেলে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ক্যান্সার হাসপালাতে ভর্তি ছিলেন শ্রীলা। তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়।

শুধু বাংলা নয়, হিন্দি সিনেমায়ও  কাজ করেছেন শ্রীলা। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন শ্রীলা। ১৯৭৯-এ মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শ্রীলা মজুমদারের যাত্রা শুরু হয়েছিল। তারপর মৃণাল সেনের মোট ছয়টি ছবিতে অভিনয় করেছেন শ্রীলা।

মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’ ও ‘খারিজ’ ছবিতে মমতা শঙ্করের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও শ্যাম বেনেগালের ‘আরোহণ’ ও ‘মান্ডি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বলিউড অভিনয়শিল্পী শাবানা আজমী, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলের সঙ্গে কাজ করেছেন শ্রীলা। শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘পালান’ সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল।

সম্পর্কিত পোস্ট