সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সরকারের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয় উপ-কমিটির সদস্য ও প্রয়াত দিপু চৌধুরীর বড় ছেলে ব্যারিষ্টার আশফাক চৌধুরী মাহি। ইফতারের পূর্বে তিনি বেলতলী শাহ সোলাইমান (লেংটার) মাজার জিয়ারত শেষে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ‍ও দীর্ঘ জীবন এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোবহান সরকার সুভা, বিশিষ্ট শিল্পপতি ইন্জিনিয়ার খোকা শিকদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, বাগনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এসএম নোমান দেওয়ান, মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য সদরুল আমিন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট