মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক By আন্তর্জাতিক ডেস্ক এপ্রি৩,২০২৪
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় আঘাত হানা ওই ভূমিকম্পে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।
ভূমিকম্পের পর পরই তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

সম্পর্কিত পোস্ট