সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তেজগাঁও ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীর জনসেবায় সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় ডিএমপির ট্রাফিক বিভাগ অনন্য ভূমিকা রেখে চলেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাধারণ জনগণসহ মন্ত্রীসভার সদস্য, মাননীয় প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কূটনীতিকবৃন্দ, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি গণভবনে আসেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়ের শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক  ব্যবস্থাপনার জন্য ট্রাফিক বিভাগের প্রশংসা করেন।
এছাড়াও গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান।
ট্রাফিক তেজগাঁও বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাক আহমেদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অত্র বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশসহ টিআই- সার্জেন্টগণসহ টিম ট্রাফিক বিভাগ সফলভাবে গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। জনসেবায় ট্রাফিক তেজগাঁও বিভাগ।

সম্পর্কিত পোস্ট