সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরকালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিমের বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ, ফরাজি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট