সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টিকিট কালোবাজারি সিন্ডিকেটের কোন ছাড় নেই: রেলমন্ত্রী

এবারই প্রথম ঈদে মানুষ স্বস্তিতে রেল ভ্রমণ করেছে। রেল ভ্রমণে মানুষের আস্থা তৈরি হয়েছে। রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের অনেকেই ধরা পড়েছে। আগামীতেও রেলের টিকিট কালোবাজারি কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
শুক্রবার (১২ এপ্রিল) মেহেরপুরের গাংনীর ষোলটাকা গ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিন বিকেলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে রণাঙ্গনের স্মৃতি বিজড়িত এলাকা ভ্রমণে আসেন মন্ত্রী জিল্লুল হাকিম।
এর আগে মেহেরপুর সার্কিট হাউজে র্গাড অব অনার গ্রহন করে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। পরে তিনি গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট