সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পদোন্নতি পাওয়ায় অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারকে সম্মাননা প্রদান

সম্প্রতি অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক মো. আবুল বাশার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদন্নোতিপ্রাপ্ত উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কে সম্মাননা স্মারক দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ অগ্রণী ব্যাংক পিএলসি ইউনিটের পক্ষ থেকে।
রোববার (২১ এপ্রিল) মো. আবুল বাশারকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমাউল হুসনা মনি, অগ্রণী ব্যাংক ইউনিট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র সভাপতি খালেকুজ্জামান মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশফাক উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উদ্দিন, সহ-সভাপতি জুয়েল রানা মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মো. জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রিমা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকন্দ সেতু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহফুজুর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক জুয়েল সাহা, অর্থ সম্পাদক মো. মাহবুব আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট