সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় পৌঁছেছে কাতারের আমির

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর মাধ্যমে প্রায় দুই দশক পর দেশটির কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রাখলো।
সোমবার (২২ এপ্রিল) ৫টা পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
কাতারের আমিরকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এসময় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
শেখ তামিম বিন হামাদ আল থানির এই সফরে দুইপক্ষের মধ্যে ১১টি দলিল সই হবে, যার মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

সম্পর্কিত পোস্ট