সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আজ সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

দেশে করোনায় প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। করোনা আক্রান্ত হওয়ার পর ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে দৈনিক আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া ঢাকায় বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য।
সময়ের আলো পরিবার এখনো তাঁকে গভীরভাবে স্মরণ করে থাকে।

সম্পর্কিত পোস্ট