সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান

বিভিন্ন সংস্থার নামে যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ।
বুধবার (১ মে) ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ।
এ সময় দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নামে অবৈধভাবে স্টিকার ব্যবহার করছেন অনেকে। প্রায় অর্ধশত যানবাহন সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়। আটক করা একজনকে।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম গণমাধ্যমকে বলেন, সড়ক-মহাসড়কে এমন স্টিকার ব্যবহারকারীরা বিভ্রান্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ জন্য অবৈধ এসব স্টিকার ব্যবহারকারীদের ধরতে এবং সতর্ক করতে এ অভিযান চালানো হয়। অনুমোদনহীন স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

সম্পর্কিত পোস্ট