সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মতলব উত্তরে মানিক ও দক্ষিণে মোস্তফা নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ ও মতলব দক্ষিণ্ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ মে) সকাল টা থেকে বিকাল টা পর্যন্ত বিরতিহীনভাবে মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ১৪টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে এবং মতলব দক্ষিণ উপজেলার ১টি পৌরসভা ৫টি ইউনিয়নের ৫৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এতে মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া) এবং মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম)।

অপরদিকে মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রিয়াজুল হাসান রিয়াজ (টিউবওয়েল) এবংমহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী। একই সাথে মতলব দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত আলী দেওয়ান বাদল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি (ফুটবল)।

মতলব উত্তর উপজেলায় মোট ভোটার লাখ ৭৮ হাজার। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৬ হাজার ৯৮ জন । বৈধ ভোট পড়েছে ৬৫ হাজার ৮৫০। গড় ভোট পড়েছে ২৩.৭৯শতাংশ। অপর দিকে মতলব দক্ষিণ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৯৭ হাজার ২৬। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৬ হাজার ৪৯৫ জন ভোটার। গড় ভোট পড়েছে ২৩.৬০ %

মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন (আনারস) পেয়েছেন ১৭ হাজার ১৩৯ ভোট। অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস (কাপ পিরিচ) পেয়েছেন ১৫ হাজার ৩৮ ভোট।

মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১৬ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মঞ্জুর হোসেন রিপন (আনারস) পেয়েছেন ১৬ হাজার ১১৬। অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ (ঘোড়া) পেয়েছেন ১৩ হাজার ৩৬১।

অপরদিকে মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রিয়াজুল হাসান রিয়াজ (টিউবওয়েল) পেয়েছেন ৪৭ হাজার ৫৮৩ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান (তালা) পেয়েছেন ১৮ হাজার ২৬৭ভোটএদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত আলী দেওয়ান বাদল। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি (ফুটবল) ২৩ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম শীলা মনি (হাঁস) পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট।

বুধবার রাতে মতলব উত্তর উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে ফলাফল ঘোষনা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু তাহের এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাহের ভুইয়া।

সম্পর্কিত পোস্ট