শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

উত্তরায় বিআরটি প্রকৌশলী হত্যায় বাস হেলপার গ্রেফতার

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী ফুলবাবুকে (৩৯) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক বাসের হেলপার মাসুদ রানাকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর এএসপি পারভেজ রানা।

তিনি জানান, গত ১৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর ওভারব্রীজের নিচে ফুলবাবু ও তার অফিস স্টাফ ইয়াছিনের সঙ্গে আসমানী পরিবহণ হেলপার ও মো. মাসুদ রানার কথা কাটাকাটি হয়। এরপর গ্রেফতার মো. মাসুদ রানা জোরপূর্বক অফিস স্টাফ ইয়াছিনকে গাড়ীতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিংয়ে নামিয়ে দেন । এই ঘটনার প্রেক্ষিতে ওই প্রকল্পের কয়েকজন কর্মচারি প্রতিবাদের জেরে আসমানী পরিবহনের স্টাফদের সঙ্গে প্রকল্পের কয়েকজন কর্মচারিদের মধ্যে আব্দুল্লাহপুর এলাকায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

এএসপি রানা আরো জানান, এই ঘটনার জেরে একই হেলপার মাসুদ রানাসহ ৫/৭ জন পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ ফুলবাবুকে হত্যা চেষ্টায় নির্মমভাবে মারধর করে। পরে তাকে গুরুতর অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরেরদিন ১৪ এপ্রিল প্রকৌশলী ফুলবাবুর স্ত্রী মোছা. জোসনা খাতুন (৩৬) উত্তরা পশ্চিম থানায় হেলপার মাসুদ রানা ও চালকের নামসহ অজ্ঞতদের আসামি করে হত্যা মামলা করেন।

এরই ধারাাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে
পরিচালনা করে গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহন থেকে আসামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। জানা গেছে গ্রেফতার মাসুদের পিতার নাম মো. আনোয়ার হোসেন। রংপুরের কোতয়ালী কটকি পাড়া গ্রামের বাড়ি।

 

সম্পর্কিত পোস্ট