শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

বর্তমানে শিক্ষার কোনো বিকল্প নেই: সুবর্ণা চৌধুরী

বর্তমানে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে। শিক্ষকদের সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুর্বণা চৌধুরী বীনা।

শনিবার (১৮ মে) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন।

সুর্বণা চৌধুরী বীনা বলেন, আমার স্বামী প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্বপ্ন ছিল দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। আমি আপনাদের সহযোগিতা নিয়ে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। স্কুলটিতে গ্রন্থাগার, কেন্টিন, প্রতিটি ক্লাশরুমকে প্রজেক্টরের আওতায় আনা, সবুজ বাগান, শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার রেজাল্ট এর উপর গুরুত্ব আরোপ করা হবে।

তিনি আরও বলেন, আমি চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা-মা, শিক্ষক ও সমাজের মুখ উজ্জ্বল করবে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট