সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দুই দিনের সফরে ঢাকায় কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করতে কানাডার উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান দুই দিনের সফরে ঢাকায়।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় তিনি ঢাকা এসেছেন। এই সফরে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার পাশাপাশি কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশল গুরুত্ব পাবেন। কানাডার উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান সরেজমিন অভিজ্ঞতা নিতে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
ঢাকায় অবস্থিত কানাডার হাই কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক কানাডার উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন। তিনি সরকা‌রি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। তার এ সফরে আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নতির প্রেক্ষাপটে সহযোগিতা এবং কানাডার ইন্দো-প্যাসিফিকে কৌশল থেকে বাংলাদেশ কী সুবিধা পেতে পারে সেই বিষয়ে আলোচনা হ‌তে পা‌রে। এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের চলমান প্রতিক্রিয়া এবং সীমান্তের পরিস্থিতি নিয়েও কানাডারও উপমন্ত্রী আলোচনা করবেন। তার এই সফর বাংলাদেশের কয়েকটি বিশ্বমানের বেসরকারি ও গবেষণা সংস্থার সঙ্গে কানাডার অংশীদারিত্ব জোরদার করার একটি সুযোগ তৈ‌রি হ‌বে।
ক্রিস্টোফার ম্যাকলেনান গত ২০২২ সালের জানুয়ারি থেকে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গত ২০২০ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রীর জি২০ বিষয়ক ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি কানাডার উপ সহকারি বিষয়ক মন্ত্রী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেছেন।

সম্পর্কিত পোস্ট