শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির এক শিশু হাসপাতালে আগুনে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে আহত আরও কয়েকজন শিশুর।  শনিবার গভীর রাতে সেখানে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দিল্লি ফায়ার সার্ভিস বলেছে, শনিবার রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে, পরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখান থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, ছয় শিশু রাতেই মারা যায়। রোববার ভোরে আরও এক শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট