সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দুর্যোগ মোকাবেলায় রোল মডেল বাংলাদেশ: চাঁদপুরে মায়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, সারা পৃথিবীতে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে বাংলাদেশের সুনাম রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রিমার মোকাবেলায় দুর্যোগের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগকে ঐক্যবদ্ধ করে দুর্যোগ মন্ত্রণালয় রিমাল প্রতিরোধে কাজ করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী ও মোহনপুর এলাকার মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ ঘূর্ণিঝড় রিমারে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে আমরা ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এ দুর্যোগে আমাদের বেড়িবাঁধগুলো বিশেষ বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। মানুষের ফসল, পুকুরের মাছ, গবাদি পশু,সহ হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত বেরীবাঁধ সংস্কার এবং দশানী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মানিক মিয়া, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও মায়া চৌধুরীর এপিএস মো. কামরুল হাসান মামুন।

সম্পর্কিত পোস্ট