সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অরুন্ধতীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

বুকারজয়ী ভারতীয় লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সে দেশের সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা মামলার অনুমতি দেন।
২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি : দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে ভাষণ দেন অরুন্ধতী। সে সময় তিনি বলেছিলেন, কাশ্মির কখনো ভারতের অংশ ছিল না। ওই সভায় অরুন্ধতীর পাশাপাশি আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে উসকানিমূলক ভাষণের অভিযোগ উঠেছিল। সেই তালিকায় ছিলেন-সৈয়দ আলি শাহ গিলানি, এসএআর গিলানি (সম্মেলনের উপস্থাপক এবং সংসদ হামলা মামলার প্রধান অভিযুক্ত), ডক্টর শেখ শওকত হুসেন (কাশ্মির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) এবং ভারা ভারা রাও।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, ১৪ বছর আগের সেই ঘটনায় ভারতীয় দ-বিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ছাড়াও সন্ত্রাস দমন আইনের ১৩ নম্বর ধারাতেও তাদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ। আইপিসির তিনটি ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতীর বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন উপরাজ্যপাল।
২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি : দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি কাশ্মিরে ভারতকে উপনিবেশিক শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত উপনিবেশিক শক্তির ভূমিকা নিয়েছে। অরুন্ধতীর সেই ভাষণের প্রসঙ্গ ধরে সুশীল পণ্ডিত নামে এক ব্যক্তি অভিযোগ জানান। এরপরই এফআইআর করে দিল্লি পুলিশ। সেই মামলাতেই এবার সন্ত্রাস দমন আইনের ধারা যোগ করার অনুমতি দিলেন উপরাজ্যপাল। ভারত সরকারের কাশ্মির নীতির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অরুন্ধতী। নরেন্দ্র মোদির সরকার ও তাদের হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধেও নিরন্তর বলে গেছেন এই বিশ্বখ্যাত অ্যাক্টিভিস্ট।

সম্পর্কিত পোস্ট